ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

যৌনকর্মী নয়, খদ্দেরকে আটক করবে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৬
যৌনকর্মী নয়, খদ্দেরকে আটক করবে ফ্রান্স

ঢাকা: যৌনকর্মী নয়, টাকার বিনিময়ে যৌনতা কিনলে খদ্দেরকে আটক করা হবে-এমনই একটি আইন পাস করেছে ফ্রান্স।

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।

নতুন এ আইনে যারা যৌনকর্মীর কাছ থেকে সেবা নেবেন, সেই ক্রেতা বা খদ্দেরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ৩ হাজার ৭৫০ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ টাকা) পর্যন্ত জরিমানা করা হতে পারে।

একই সঙ্গে যৌনকর্মীদের নানা সমস্যার বিষয়ে দণ্ডপ্রাপ্তদের বাধ্যতামূলক ক্লাসেও অংশ নিতে হবে।

ফ্রান্সের একজন কর্মকর্তা বলেন, যৌনকর্মীরা যাতে এ পেশা ছেড়ে দেওয়ার সুযোগ পান সে কাজে সহযোগিতা করা। কেননা এটি মানব পাচারকারীদের বিরুদ্ধে সহায়ক হিসেবে বিবেচিত হয়।

‘দুই বছর আগে আইনটি পাসের উদ্যোগ নেওয়া হলেও, পার্লামেন্টের দুই কক্ষের ভিন্ন মতের কারণে সেটি আর আলোর মুখ দেখেনি। ’

আগের আইনে এ ধরনের ঘটনায় শুধু যৌনকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো। কিন্তু এখন যৌনকর্মীদের বিরুদ্ধে নয়, তাদের খদ্দেরদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নতুন এ আইন পাস হওয়ায় বিক্ষোভ করেছেন ‘ভুক্তভোগী’ যৌনকর্মীরা। তাদের হাতের ব্যানারে ফরাসি ভাষায় লেখা ছিল, ‘আমি নিজেই নিজের দেখভাল করতে পারবো। ’

সরকারি হিসেবে, দেশটিতে ৩০ হাজারের বেশি যৌনকর্মী রয়েছে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।