ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৫, এপ্রিল ১১, ২০১৬
আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১২

ঢাকা: আফগানিস্তানের পূর্বাঞ্চলের জালালাবাদ শহরে নতুন নিয়োগপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যদের বহনকারী শাটল বাসকে লক্ষ্য করে বোমা হামলায় সেনা সদস্যসহ ১২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ৩৮ জন।

এ হামলার মধ্যে একটি আত্মঘাতী বোমা হামলাও ছিলো।

 

‍সোমবার (১১ এপ্রিল) দেশটির নাঙ্গারহার প্রদেশের সরক্রোট জেলায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় হাসপাতালের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যগুলোর খবরে বলা হয়।

খবরে জানানো হয়, নিয়োগপ্রাপ্ত সেনা সদস্যরা প্রশিক্ষণের জন্য দেশটির রাজধানীর কাবুলে যাওয়ার পথে হামলাটি চালানো হয়েছে।

কয়েকজন মোটরসাইকেল যোগে এসে ওই হামলা চালিয়েছে বলে জানান নাঙ্গারহার প্রদেশের প্রধান কাউন্সিলর আহমেদ আলী হজরত।

কারা এ হামলা চালিয়েছে তার দায় কেউ শিকার করেনি। তবে জঙ্গি সংগঠন তালেবানের এক মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ করেন, ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি সংগঠন ওই হামলা চালিয়েছে।

আহতদের জালালাবাদ হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালটির প্রধান আহসানুল্লাহ সিনওয়ারি জানান, নিহত ১২ জনের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬/আপটেড: ০৯৪৫ ঘণ্টা
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।