ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

‘বুলেটে নয়, সেন্ট্রাল আফ্রিকানের শিশুরা মরছে রোগে’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
‘বুলেটে নয়, সেন্ট্রাল আফ্রিকানের শিশুরা মরছে রোগে’ ছবি: সংগৃহীত

ঢাকা: তিন বছর ধরে আফ্রিকার দেশ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে চলছে সংঘাত। মারা পড়ছে হাজার হাজার মানুষ।

শিশুরাও বাদ পড়ছে না মৃত্যুর মিছিলে। তবে জাতিসংঘ বলছে, দেশটিতে বুলেটের আঘাতে নয়, অপুষ্টিসহ নানা রোগে ভুগেই বেশি মৃত্যু হচ্ছে শিশুদের।

 

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে অপুষ্টি, ম্যালেরিয়া, শ্বাসযন্ত্রের প্রদাহ আর ডায়রিয়ায় মারা পড়ছে বেশিরভাগ শিশু। পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার বিপদসীমা ছাড়িয়ে গেছে।

জাতিসংঘের মানবিক সহায়তা কার্যালয় (ওসিএইচএ) তাদের সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে প্রতি ছয় শিশুর একজন অপুষ্টিতে ভুগছে।

আফ্রিকার এ দেশটিতে ২০১৩ সালে শুরু হওয়া প্রাণঘাতী সংঘাতে এখন পর্যন্ত দশ লাখেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন। এছাড়া পঁচিশ লাখের বেশি মানুষ খাদ্যাভাবে রয়েছেন বলে জানিয়েছে ওসিএইচএ।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।