ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫৭, এপ্রিল ১৩, ২০১৬
পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের ফয়সালাবাদ এলাকায় রাতের অন্ধকারে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৫জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও ২০জন।

মঙ্গলবার (১২ এপ্রিল) দিনগত রাতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

খবরে বলা হয়, লায়াহের দিকে একটি নাইট কোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ১৫ জনের মৃত্যু হয়। আহত হন আরও ২০ জন।  

এদিকে খবর পেয়ে উদ্ধারকারী টিম ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকারী দলের কর্মকর্তারা জানান, যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। .

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তারা।

বাংলাদেশ সময়: ০৬৫৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।