ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে অভিযানের সময় ৬ পুলিশ নিহত, অপহৃত ২৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩১, এপ্রিল ১৪, ২০১৬
পাকিস্তানে অভিযানের সময় ৬ পুলিশ নিহত, অপহৃত ২৭

ঢাকা: পাকিস্তানে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনার সময় অন্তত ছয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া ২৭ পুলিশ সদস্যকে অপহরণ করেছে সন্ত্রাসীরা।

 

পাঞ্জাবের দক্ষিণাঞ্চলে রাজনপুর জেলায় অভিযান পরিচালনার সময় এসব ঘটনা ঘটে। অভিযানে সাত সন্ত্রাসীও নিহত হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একটি সংবাদমাধ্যমকে এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই এলাকায় অভিযানে যাওয়ার সময় তাদের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় ছয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া ২৭ জনকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

রাজনপুরে এখনো সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময় চলছে বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।