ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

ষষ্ঠ ভূমিকম্পে কাঁপলো জাপান, ভবন ধস-আহত বহু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
ষষ্ঠ ভূমিকম্পে কাঁপলো জাপান, ভবন ধস-আহত বহু

ঢাকা: ষষ্ঠ ভূমিকম্পে কেঁপে উঠলো জাপানের হোনশু দ্বীপ। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪।

এসব ভূকম্পনে হোনশুতে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। অনেকে আহত হয়েছেন। ধসে পড়া ভবনের নিচে আটকা পড়েছেন অনেকে।

 

এর আগে, বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২৬ মিনিট থেকে ৬টা ৪২ মিনিট পর্যন্ত পরপর পাঁচটি ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের তৃতীয় বৃহত্তম দ্বীপ হোনশু। প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.১। সর্বশেষটি আঘাত হানে বাংলাদেশ সময় ৯টা ৩ মিনিটে।

জাপানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূকম্পনগুলোর কেন্দ্র ছিল মাশিকি শহর থেকে সাত মাইল পূর্বে ভূপৃষ্ঠ থেকে দুই কিলোমিটার গভীরে।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
আরএইচ

**
জাপানে পরপর ৫টি পৃথক ভূমিকম্প

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।