ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

বেলজিয়ামে যোগাযোগমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
বেলজিয়ামে যোগাযোগমন্ত্রীর পদত্যাগ ছবি: সংগৃহীত

ঢাকা: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত জাভেনতেম বিমানবন্দরে বোমা হামলার ঘটনায় পদত্যাগ করেছেন দেশটির যোগাযোগমন্ত্রী জ্যাকুলিন গ্যালেন্ট।

 

শুক্রবার (১৫ এপ্রিল) তিনি পদত্যাগ করেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়।

 

গত ২২ মার্চ ব্রাসেলসে আত্মঘাতী হামলা চালায় সন্ত্রাসীরা। এর মধ্যে জাভেনতেম বিমানবন্দরের ডিপার্চার হলে জোড়া আত্মঘাতী হামলায় নিহত হন ১৬ জন। আর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে অবস্থিত মায়েলবিক মেট্রোস্টেশনে আত্মঘাতী হামলায় নিহত হন ১৬ জন। এছাড়া এসব হামলায় আহত হন তিন শতাধিক। পরে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এসবের দায় স্বীকার করে নেয়।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এক প্রতিবেদনে অভিযোগ করেছে, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছেন যোগাযোগমন্ত্রী জ্যাকুলিন। এ অভিযোগের পরই তিনি পদত্যাগ করলেন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী চার্লস মাইকেল যোগাযোগমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।