ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের ৫৬ আসনে চলছে ভোটগ্রহণ

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
পশ্চিমবঙ্গের ৫৬ আসনে চলছে ভোটগ্রহণ

ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচনে রাজ্যের সাতটি জেলায় মোট ৫৬টি আসনে ভোট হচ্ছে রোববার (এপ্রিল ১৭)।

 

৩৮৩ জন প্রার্থীর মধ্যে নিজেদের পছন্দের প্রার্থী বেছে নিতে ভোটাধিকার প্রয়োগ করছেন প্রায় এক কোটি ২১ লাখ ভোটার।

সকাল সাতটায় শুরু হয় ভোটগ্রহণের কাজ। ভোট শেষ হবে বিকেল চারটায়। এই নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল ৫৫ আসনে, বিজেপি ৫৩, কংগ্রেস ২৩ ও বামফ্রন্ট ৩৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

দার্জিলিংয়ের শিলিগুড়িতে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে সাবেক ভারতীয় ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া। তার বিরুদ্ধে লড়ছেন বামফ্রন্টের হেভিওয়েট প্রার্থী ও সাবেক মন্ত্রী অশোক ভট্টাচার্য।

এর আগে প্রথম দফায় ৪ এপ্রিল ও ১১ এপ্রিল মোট ৪৯টি বিধানসভা আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী ধাপগুলোর ভোট অনুষ্ঠিত হবে আগামী ২১, ২৫, ৩০ এপ্রিল ও ৫ মে তারিখে।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।