ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে শক্তিশালী ঝড়োবাতাসে হতাহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
জাপানে শক্তিশালী ঝড়োবাতাসে হতাহত ছবি: সংগ‍ৃহীত

ঢাকা: জাপানে বারবার ভূমিকম্পের পর এবার শক্তিশালী ঝড়োবাতাস আঘাত হেনেছে। এতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহত হয়েছেন আরও ২০ জনের মতো।

রোববার (১৭ এপ্রিল) দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, রোববার দেশটির বিভিন্ন স্থানে শক্তিশালী ঝড়োবাতাস আঘাত হানে। এতে বিভিন্ন ভবনের দেয়াল ভেঙে পড়ার মতো ঘটনা ঘটে।

এছাড়া শক্তিশালী এ বাতাসে বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পরে যাওয়ার ঘটনাও ঘটেছে।  এ সময় অন্তত ২০ জন আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রোত ৬টা ২৬ মিনিট থেকে শনিবার সকাল ১১টা পর্যন্ত ২৫২বার ভূমিকম্প হয়েছে। যা ১৯৯৫ সালের ভয়াবহ ভূমিকম্পের চেয়ে দ্বিতীয় সর্বোচ্চ বলে জানিয়েছে জাপান মেটোরোলজিক্যাল এজেন্সি।

ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৪১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় এক হাজার নাগরিক।  ভূমিকম্পের পর আসন্ন বন্যা ও সুনামি থেকে রক্ষা করতে দেশটির প্রায় আড়াই হাজার উদ্ধারকর্মী কাজ করে যাচ্ছেন।  এছাড়া বিভিন্ন কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় এক লাখ ৮০ হাজার নাগরিক।  

ভূমিকম্পের ঘটনায় স্থানীয়ভাবে সুনামি সতর্ক জারি করলেও পরে তা বাতিল করা হয়।

পরিস্থিতি বিবেচনা করে ভূমিকম্পের পরপরই কুমামতো বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করেছে সরকার। বন্ধ করে দেওয়া হয়েছে  ট্রেন যোগাযোগও।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬

আরএইচএস/এমএ

***২৪ ঘণ্টায় জাপানে ২৫২ কম্পন

***জাপানে ভূমিকম্প চলছেই, এবার মাত্রা ৫.৩

***জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৯

***জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯

***জাপানে ভূমিকম্পে নিহত ৩, রাস্তাঘাটে ফাঁটল

***জাপানে ৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সর্তকতা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।