ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

কানাডার অগ্নিকাণ্ডে সরিয়ে নেওয়া হলো ৬০ হাজার মানুষকে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২২, মে ৪, ২০১৬
কানাডার অগ্নিকাণ্ডে সরিয়ে নেওয়া হলো ৬০ হাজার মানুষকে

ঢাকা: কানাডার আলবার্টা প্রদেশের ফোর্ট মেকমেরির বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় ৬০ হাজার মানুষকে।

 

বুধবার (০৪ মে) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানায়।

অগ্নিকাণ্ডে বেশ কিছু বসতবাড়ি পুড়ে গেলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

স্থানীয় একটি সংবাদমাধ্যম জানায়, অগ্নিকাণ্ডে সেখানকার সড়কে এবং তার আশপাশ এলাকায় ছাই ছড়িয়ে আছে।

এছাড়া, আগুন মেকমেরির সড়ক পর্যন্ত চলে আসায় শহরটির দক্ষিণ প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা।  

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, মে ০৪, ২০১৬
আরএইচএস/টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।