ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে শিখ ধর্ম অবমাননার অভিযোগে আটক ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, মে ৪, ২০১৬
পাকিস্তানে শিখ ধর্ম অবমাননার অভিযোগে আটক ৫

ঢাকা: পাকিস্তানে এক শিখ যুবকের পাগড়ি (তুরবান) খুলে ফেলার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী। বুধবার (০৪ মে) দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

মঙ্গলবার (০৩ মে) গ্রেফতারকৃতদের পাঞ্জাব প্রদেশের একটি আদালতে হাজির করা হয়। গ্রেফতারকৃতদের ৫ জনই মুসলিম।

রোববার (০১ মে) পাকিস্তানের ফয়সালাবাদ থেকে মুলতান যাওয়ার পথে হামলার শিকার হন মাহিন্দার পাল সিং নামের ওই শিখ যুবক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেবা নিয়ে যাত্রীদের সঙ্গে বাসের লোকজনের হাতাহাতি হয়। এ সময় বাস মালিকপক্ষের লোকজন যাত্রী মাহিন্দার পালের মাথার পাগড়ি খুলে মাটিতে ছুড়ে ফেলে। এরপরই এই ধর্ম অবমাননার মামলা করেন তিনি।

মাহিন্দার পাল জানান, মাথার পাগড়ি শিখদের কাছে পবিত্র একটি জিনিস। আর এই পাগড়িকে অবমাননা করায় তিনি এ মামলা করেন।

এ ঘটনার পরপরই তৎপর হয় পাকিস্তানের পুলিশ। অভিযুক্ত ৫ জনকে আটক করে আদালতে হাজির করেন তারা।

উল্লেখ্য, পাকিস্তানে ব্লাসফেমি বা ধর্ম অবমাননার মামলা খুবই স্পর্শকাতর এবং বিতর্কিত একটি বিষয়। এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

বাংআলদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মে ০৪, ২০১৬
আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।