ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

আটকের পর সোনিয়া-রাহুলকে ছেড়ে দিলো পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, মে ৬, ২০১৬
আটকের পর সোনিয়া-রাহুলকে ছেড়ে দিলো পুলিশ ছবি-সংগৃহীত

ঢাকা: সরকারের বিভিন্ন কার্যক্রমের প্রতিবাদ জানিয়ে ‘সেভ ডেমোক্রেসি মার্চ’ নামে রাস্তায় র‌্যালি করার সময় ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সভাপতি সোনিয়া গান্ধী, সহসভাপতি রাহুল গান্ধী ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আটকের কিছুক্ষণ পর ছেড়ে দিয়েছে দেশটির পুলিশ।

শুক্রবার (০৬ মে) সকালে সোনিয়া-রাহুলের নেতৃত্বে দিল্লির যন্তর-মন্তর থেকে বিশাল এক র‌্যালি পার্লামেন্ট অভিমুখে যাত্রা করে।

র‌্যালিটি স্থানীয় পুলিশ স্টেশনের কাছে গেলে তাদের আটক করা হয়। তবে আটকের কিছুক্ষণ পরই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

র‌্যালিতে সোনিয়া গান্ধী সরকারকে আক্রমণ করে বক্তব্য রাখেন। এ সময় তিনি বিজেপির শাসন ও বিভিন্ন রীতি-নীতিরও কঠোর সমালোচনা করেন।

সোনিয়া বলেন, ‘জীবন আমাকে সংগ্রাম করতে শিখেয়েছে। আমরা সরকারের কাছে মাথা নত করবো না। সরকারের জনবিরোধী কর্মকাণ্ডের আমরা প্রতিবাদ করে যাবো। ’

দেশটির অরুণাচল ও উত্তরখণ্ড রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করায় অস্থিরতা দেখা দিয়েছে। এর তীব্র প্রতিবাদও জানায় কংগ্রেস।

দলটি দাবি করছে, দু’টি রাজ্যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধিদের সরিয়ে দিতে বিজেপি ক্ষমতার অপব্যবহার করছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, মে ০৪, ২০১৬/আপডেট: ১৩১৮ ঘণ্টা
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।