ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

তিন দশক পর উত্তর কোরিয়ায় রাজনৈতিক সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, মে ৬, ২০১৬
তিন দশক পর উত্তর কোরিয়ায় রাজনৈতিক সম্মেলন

ঢাকা: উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির গুরুত্বপূর্ণ রাজনৈতিক সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার (০৬ সকালে) সকাল থেকে দেশটির রাজধানী পিয়ং ইয়াংয়ের সেন্ট্রাল স্কয়ারে সম্মেলন শুরু হয়।

এটি দলটির সপ্তম সম্মেলন, তবে ১৯৮০ সালের পরে তিন দশকের মধ্যে এই সম্মেলনকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

সম্মেলনে যোগ দিতে দেশটির বিভিন্ন স্থান থেকে দলটির নেতকর্মীরা সমবেত হতে শুরু করেছেন। এ জন্য রাজপথের দুই পাশে দলীয় পতাকাসহ বিভিন্ন সাজে সজ্জিত করা হয়েছে।

দেশটির প্রধান নেতা কিম জং উন তার দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা, পারমাণবিক সক্ষমতাসহ বিভিন্ন ইস্যুতে সম্মেলনে বক্তব্য রাখার কথা রয়েছে। এ সম্মেলনে নিউজ কাভার করতে বিদেশি প্রায় ১০০ সাংবাদিক দেশটিতে রয়েছেন।

সম্মেলনটি ঘিরে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের যথেষ্ট আগ্রহ রয়েছে। কেননা এ সম্মেলন থেকে উত্তর কোরিয়ার মিসাইল টেস্ট বিষয়ক পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে ঘোষণা আসতে পারে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মে ০৬, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।