ঢাকা: দুই বছর পর ফের ফিলিস্তিনের গাজা ভূ-খণ্ডে ইসরায়েলের বিমান হামলায় ৫৩ বছর বয়সী ফিলিস্তিনি এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
বৃহস্পতিবার (০৫ মে) সকালে ওই হামলার ঘটনা ঘটে বলে শুক্রবার (০৬ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কাদেরা বলেন, ‘নিহত ওই নারীর নাম জেইনা আল ওমর। গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিস শহরে হামলায় ওই নারী নিহত হন। ’
গাজা সীমান্তের কাছে একটি গোপন সুরঙ্গ আবিষ্কারের পর নতুন করে সহিংসতা শুরু হলো। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা যখন ওই সুরঙ্গটির কাছে যায়, তখন তাদের ওপর মর্টার হামলা চালানো হয়। সেই হামলার জবাব দিতেই ট্যাঙ্ক হামলার পাশাপাশি প্রতিপক্ষের ওপর বিমান হামলা চলানো হয়েছে।
এদিকে, গত বুধবার থেকে হামাস ও অন্য গোষ্ঠীগুলো ইসরায়েলের অন্তত ১০টি অবস্থানে মর্টার হামলা আর গুলি চালায়। এরপরই ট্যাঙ্ক হামলার পাশাপাশি অন্তত তিন দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মে ০৬, ২০১৬
টিআই