ঢাকা: লাইভ শো চলছে। অনুষ্ঠানে অতিথি দুই শিশু ও তাদের মা।
শিশু অতিথি মুখে কিছু না বললেও তার চেহারার অস্বস্তি বুঝতে পারলেন উপস্থাপিকা। বুঝতে পারলেন, তার অতিথির প্রকৃতির ডাক চেপেছে।
তখুনি অনুষ্ঠানের অন্য অতিথিদের তিনি বলে ওঠেন, আপনারা কি প্লিজ আলোচনা চালিয়ে নেবেন? আমি এখুনি ফিরছি!
তারপর ওই শিশু অতিথির উদ্দেশে তিনি বলেন, চলো টয়লেটে চাই। চলো চলো!
সম্প্রতি এই ঘটনা ঘটেছে বিবিসি ২ টেলিভিশনের ওই লাইভ অনুষ্ঠান চলাকালে। আর লাইভ চলাকালে শিশু অতিথিকে বুঝতে পেরে এই দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সাধুবাদ পাচ্ছেন ভিক্টোরিয়া ডার্বিশায়ার নামে ওই উপস্থাপিকা।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মে ০৬, ২০১৬
এইচএ/