ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে অর্ধশতাধিক গণকবরের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৭, মে ৭, ২০১৬
ইরাকে অর্ধশতাধিক গণকবরের সন্ধান

ঢাকা: ইরাকের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত অর্ধশতাধিক গণকবরের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে একটি ফুটবল মাঠেও গণকবরের সন্ধান মেলে।

যেসব অঞ্চলে গণকবরের সন্ধান পাওয়া যায়, তা আগে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রণাধীন ছিলো।

জাতিসংঘের বিশেষ দূত জান কুবিসের বরাত দিয়ে শনিবার (০৭ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

বিভিন্ন সময় হামলার শিকার নিহতদের মরদেহ আইএস ওইসব গণকবরে সমাহিত করেছে বলে জানান কুবিস। সম্প্রতি আইএসের কাছ থেকে ইরাকের কয়েকটি অঞ্চল পুনরুদ্ধারের পর গণকবরগুলোর সন্ধান মিললো। ২০১৪ সালের এপ্রিল মাসে দেশটির রামাদিতে যে গণকবরের সন্ধান পাওয়া যায় তাতে ৪০টির মতো মৃতদেহ ছিলো।

এ বিষয়ে আন্তর্জাতিক মহলের সহযোগিতা প্রত্যাশা করেছেন বিশেষ দূত জান কুবিস।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, মে ০৭, ২১০৬

টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।