ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

আরও ভয়ংকর হয়েছে কানাডার দাবানল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৮, মে ৮, ২০১৬
আরও ভয়ংকর হয়েছে কানাডার দাবানল

ঢাকা: কানাডার আলবার্টা প্রদেশে প্রায় এক সপ্তাহ ধরে লাগা দাবানল আরও ভয়ংকর আকার ধারণ করেছে। ফয়ার সার্ভিসের  কর্মীরা শত চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন।

প্রচণ্ড গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন ছড়িয়ে পড়ছে পাশের প্রদেশেও।

রোববার (০৮ মে) স্থানীয় কর্তৃপেক্ষর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

দেশটির জননিরাপত্তা মন্ত্রী রালফ গুডাল বলেন, ‘আগুন ভয়ংকর আকার ধারণ করেছে, যা এখন নিয়ন্ত্রণের বাইরে। ’

এরমধ্যে দাবানলে দেশটির তেলসমৃদ্ধ শহর ফোর্ট ম্যাকমার থেকে ৮০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এখনও কয়েক হাজার মানুষ দেশটির উত্তরাঞ্চলের কিছু স্থানে আটকা পড়ে আছেন। কর্তৃপক্ষ তাদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।

দাবানলে দেড় হাজারের বেশি বাড়ি ও ভবন পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত ও নিহতের খবর পাওয়া যায়নি।  

দাবানল নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছে।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, মে ০৮, ২০১৬

টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।