ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

আঘাত আসলেই পারমাণবিক অস্ত্রের ব্যবহার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, মে ৮, ২০১৬
আঘাত আসলেই পারমাণবিক অস্ত্রের ব্যবহার

ঢাকা: দেশের ওপর বাইরের দেশের আঘাত না আসা পর্যন্ত উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না বলে জানিয়েছেন দেশটির প্রধান রাজৈনিতক নেতা কিম জং উন।

শনিবার (০৭ মে) ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি রাজনৈতিক সম্মেলনে দ্বিতীয় দিনের ভাষণে তিনি এ তথ্য জানান বলে রোববার (০৮ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে বলা হয়।

কিম জং উন বলেন, ‘বাইরের কোনো পারমাণবিক অস্ত্রধারী দেশ থেকে আঘাত না আসা পর্যন্ত যে কোনো ধরনের পারমাণবিক অস্ত্রের ব্যবহার থেকে বিরত থাকবে উত্তর কোরিয়া। ’

এ সময় তিনি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাস্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগ্রহও প্রকাশ করেন।

উত্তর কোরিয়া ২০০৬ সালে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে। এরপর থেকে পারমাণবিক বোমা হামলার আশঙ্কায় রয়েছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।

সম্প্রতি জাতিসংঘ ও মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও একের পর এক পারমাণবিক অস্ত্র পরীক্ষা অব্যাহত রেখেছে কিম জং প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ০৮, ২০১৬
আরএইচএস/টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।