ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

এপ্রিলে চীনে আমদানি-রফতানি ঘাটতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, মে ৮, ২০১৬
এপ্রিলে চীনে আমদানি-রফতানি ঘাটতি

ঢাকা: স্থানীয় ও বিশ্ব বাজারে চাহিদা কমে যাওয়ায় চলতি বছরের এপ্রিলে চীনে আমদানি ও রফতানি আশার চেয়ে কম হয়েছে। এ অবস্থা স্বাভাবিক হতে বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশটির সময় লাগবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

রোববার (০৮ মে) দেশটির জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস জানায়, এপ্রিলে গত বছরের তুলনায় রফতানি কমেছে ১.৮ শতাংশ। একই সময়ে আমদানি কমেছে ১০.৯ শতাংশ, যা গত ১৮ মাস ধরেই কমছে।

এ বিষয়ে জউ হাও নামে সিঙ্গাপুর কমার্স ব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ বলেন, এশিয়াজুড়ে বাণিজ্য শিথিলের কারণে এপ্রিলে চীনে আমদানি ও রফতানি বাণিজ্যে ঘাটতি তৈরি হয়েছে।

চীনের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে এপ্রিলে গত বছরের একই সময়ের তুলনায় রফতানি কমেছে ৯.৩ শতাংশ।

যদিও আমদানি-রফতানি বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উদ্যোগ নেওয়ার ‍জন্য সরকারের প্রতি দেশটির মন্ত্রিসভা আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মে ০৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।