ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

সূর্যের বুকে ‘তিল’ দেখুন বিকেলে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৭, মে ৯, ২০১৬
সূর্যের বুকে ‘তিল’ দেখুন বিকেলে

ঢাকা: কিছুক্ষণ পরই সূর্যের বুকে ‘তিল’র দেখা মিলবে। এই ‘তিল’ সৌরজগতের সবচেয়ে ক্ষুদ্র গ্রহ বুধ।



নিজ কক্ষপথে অতিক্রমণের সময় সোমবার (৯ মে) বাংলাদেশ সময় বিকেল ৫টা নাগাদ এটি সূর্যের মাঝ দিয়ে যাবে।

আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশসহ এশিয়ার প্রায় সব জায়গা থেকে ‘সূর্যের বুকে তিল’র অবস্থান দেখা যাবে। এই দৃশ্য পর্যবেক্ষণ করা যাবে সূর্যাস্ত পর্যন্ত।

এ বিষয়ে যুক্তরাজ্যের জ্যোতির্বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান রয়েল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির (আরএএস) বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, বছরের প্রতি ৮৮ দিনে সূর্যকে প্রদক্ষিণ করে বুধ। এর মধ্যে ১১৬ দিন পরপর সূর্যের মাঝ বরাবর বুধকে দেখা যায়। এ সময় গ্রহটিকে ছোট বিন্দু অর্থাৎ অনেকটা তিলের মতো দেখা যায়। তবে তা সবসময় পৃথিবী থেকে দেখা যায় না।

আরএসএসের তথ্যমতে, এমন ঘটনা শতাব্দীতে ১৩ বার ঘটে। সর্বশেষ ঘটেছিল ২০০৬ সালে। আবার দেখা যাবে তিন বছর পর ২০১৯ সালে।

বিশেষজ্ঞদের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, দূরবীক্ষণ যন্ত্র অথবা সোলার ফিল্টার লাগানো টেলিস্কোপের সাহায্যে এ দৃশ্য দেখা যায়।

তবে খালি চোখে সূর্যের দিকে তাকানো বিপজ্জনক বলে সতর্ক করে বিশেষজ্ঞরা জানিয়েছেন, সরাসরি সূর্যে চোখ রাখলে স্থায়ীভাবে অন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পশ্চিমা সংবাদমাধ্যম জানায়, বিরল এই দৃশ্য ইউরোপের পশ্চিমাঞ্চলের অধিকাংশ এলাকা, আফ্রিকার উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা থেকেও দেখা যাবে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মে ০৯, ২০১৬
আরএইচএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।