ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

অন্ধ্রপ্রদেশে ভবন ধসে ৭ শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৪, মে ১৫, ২০১৬
অন্ধ্রপ্রদেশে ভবন ধসে ৭ শ্রমিকের মৃত্যু

ঢাকা: ভারতের অন্ধ্রপ্রদেশের গুন্টুর শহরে নির্মাণাধীন ভবন ধসে কমপক্ষে ৭ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।



পুলিশ বলছে, গুন্টুরের লক্ষ্মীপুরাম এলাকায় একটি বহুতল ভবনে কাজ করার সময় ধসের ঘটনা ঘটে। আট শ্রমিক সেখানে ছিলেন। তবে ধ্বংসস্তুপে পড়ে সাতজনের মৃত্যু হয়।

খবর পেয়ে ন্যাশনাল ডিজেস্টার রেসপন্স ফোর্স (এনডিএফ) ও দমকল বাহিনী ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাব নাইডু।

নিহতদের জন্য ৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যের শ্রমমন্ত্রী কে অচিনাইডু। একই সঙ্গে নিহতদের আত্মীয়-স্বজনদের আরও ১৫ লাখ রুপি দেওয়ার কথা জানিয়েছেন রাভেল্লা কিশোর বাবু।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মে ১৫, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।