ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

২০১৬ সাল নাগাদ বন্যায় আক্রান্ত হবে বড় বড় শহর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, মে ১৬, ২০১৬
২০১৬ সাল নাগাদ বন্যায় আক্রান্ত হবে বড় বড় শহর

ঢাকা: বন্যা, প্রাকৃতিক এ দুর্যোগের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের উপকূলীয় অঞ্চলের মানুষ কমবেশি পরিচিত হলেও শহরের মানুষদের সে অভিজ্ঞতা নেই বললেই চলে। তবে ২০৬০ সাল নাগাদ প্রাকৃতিক এ দুর্যোগে আক্রান্ত হতে পারেন বিশ্বের বিভিন্ন বড় বড় শহরের বাসিন্দারা।

আর এর প্রধান কারণ হলো জলবায়ু পরিবর্তন।

এমনই এক সর্তকবাণীর কথা বলা হয়েছে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে। ব্রিটেনের একটি দাতব্য সংস্থা প্রতিবেদনটি তৈরি করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে যুক্তরাষ্ট্র, চীন ও ভারত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এর মধ্যে সবেচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ভারতের কলকাতা ও মুম্বাই শহর।

ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় কলকাতা, মুম্বাই ছাড়াও অন্য শহরগুলোর মধ্যে আটটিই এশিয়ার।

প্রতিবেদনের লেখক ড. আলিসন ডইগ জানান, ওইসব ঝুঁকিপূর্ণ শহরগুলোতে বন্যায় ব্যাপক ক্ষতি হওয়ার পাশাপাশি জনজীবনে মৃত্যুর হুমকি নেমে আসতে পারে।

এছাড়া যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য পুরোপুরি ঝুঁকিপূর্ণ বলে জানানো হয়।

প্রতিবেদনে কার্বন নিঃসরণ এবং তাপমাত্রা বৃদ্ধি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকার প্রতি আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মে ১৬, ২০১৬
আরএইচএস/জেডএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।