ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মাতাল তরুণীর হাত পড়লো পুলিশের গালে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, মে ১৬, ২০১৬
মাতাল তরুণীর হাত পড়লো পুলিশের গালে

ঢাকা: ভারতের দিল্লিতে এক মাতাল নেপালি তরুণীর হাতে হেনস্তার শিকার হতে হয়েছে এক নারী পুলিশ কনস্টেবলকে। মারমুখী ও উত্তেজিত ওই তরুণীকে শান্ত করতে আসাটাই দোষ ছিলো ওই নারী কনস্টেবলের।

 

সোমবার (১৬ মে) দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। রোববার (১৫ মে) দিল্লির বসন্ত বিহার পুলিশ স্টেশনের বাইরে এ ঘটনা ঘটে। এর আগে ওই তরুণী রাস্তায় এক অটো রিকশাচালকের সঙ্গে দুর্ব্যবহার করেন। এমনকি তিনি শারীরিক ভাবেও লাঞ্ছিত করেন ওই অটোচালককে। এ সময় অটোচালক পুলিশ কন্ট্রোলরুমে বিষয়টি জানান।  

পরে নেপালি ওই তরুণীর দুর্ব্যবহারের পরিমাণ বেড়ে গেলে অটো রিকশা নিয়েই নিকটস্থ বসন্ত বিহার পুলিশ স্টেশনের কাছে যান চালক।

এ সময় মহিলা পুলিশ কনেস্টেবল ওই তরুণীকে শান্ত করার চেষ্টা করলে তার গালে সরাসরি থাপ্পড় বসিয়ে দেন নেপালি তরুণী।

এদিকে পথচারীর ধারণকৃত ভিডিওটিতে দেখা যায়, তরুণী পরপর দুইবার মহিলা পুলিশ কনস্টেবলকে থাপ্পড় মারছেন।  

পুলিশ জানিয়েছে, তরুণীটি আসলে মাদকাসক্ত কিনা তা পরীক্ষার জন্য স্থানীয় সাফদারজং হাসপাতালে নেয়া হলে তরুণীটির রক্তে অ্যালকোহলের প্রমাণ পাওয়া গেছে।  

পরে তরুণীটির বিরুদ্ধে এফআইআর করা হলেও তিনি জামিনে মুক্ত হন।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মে ১৬, ২০১৬
আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।