ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় বন্যা সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, মে ১৬, ২০১৬
শ্রীলঙ্কায় বন্যা সতর্কতা জারি

ঢাকা: ভারি বর্ষণে প্রধান নদীগুলোর পানি বাড়তে থাকায় শ্রীলঙ্কায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার (১৬ মে) এ সতর্কতা জারি করা হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, ভারী বৃষ্টির কারণে বড় দু’টি নদী কেলানি ও মাহা ওয়ার পানি প্রবাহের স্তর বেড়ে যাওয়ায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলা প্লাবিত হয়েছে।

নদী তীরবর্তী জেলাসহ বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে, তাই ওইসব এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মুখপাত্র বলেন, যে কোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত।

বন্যা পরিস্থিতির অবনতির কারণে নদী তীরবর্তী বাসিন্দাদের অস্থায়ী ক্যাম্পে সরানো হয়েছে।
গত ১৪ মে থেকে প্রতিকূল আবহাওয়া বিরাজ করছে দক্ষিণ এশিয়ার দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কায়।

দেশটির আবহাওয়া দফতর বলছে, দ্বীপ দেশটির গুরুত্বপূর্ণ এলাকা জুড়েই ভারী বর্ষণ ও প্রচণ্ড বাতাসের প্রবাহ বয়ে চলেছে। এতে প্রবল বন্যার আশঙরকা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মে ১৬, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।