ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

জঙ্গি রুখতে লিবিয়াকে সাহায্য করবেন বিশ্ব নেতারা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৯, মে ১৭, ২০১৬
জঙ্গি রুখতে লিবিয়াকে সাহায্য করবেন বিশ্ব নেতারা

ঢাকা: যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ায় ইসলামিক স্টেটসহ (আইএস) অন্যান্য জঙ্গি গোষ্ঠীকে রুখতে দেশটির সরকারকে যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত বিশ্বনেতারা।

সোমবার (১৬ মে) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বিশ্বের ২০টি দেশের কূটনীতিক ও প্রতিনিধিদের সঙ্গে লিবিয়া বিষয়ে এক বৈঠকের পর এ সিদ্ধান্তে পৌঁছান তারা।

মঙ্গলবার (১৭ মে) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, লিবিয়ায় অস্ত্র ব্যবহারে জাতিসংঘের নিষেধাজ্ঞা উঠে গেলেই বিশ্ব শক্তিগুলো লিবিয়া সরকারকে সাহায্য করবে।

এর আগে ফেব্রুয়ারিতে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আল-দেইরি অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহারে  জাতিসংঘের প্রতি আহ্বান জানান।  

২০১১ সালে লিবিয়াতে ‘স্বৈরশাসক’ মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে দেশটিতে লড়াই লেগেই চলছে। আর এসব লড়াইয়ে অংশ নিচ্ছে বিদ্রোহীদের বিভিন্ন দল। আর সেই সঙ্গে দেশটির বেশ কিছু অংশ দখল করে রয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস।  

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, ১৭ মে, ২০১৬
আরএইচএস/টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।