ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

মৃত্যুর পরও সন্তানের জন্ম দিলেন মা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৯, মে ১৭, ২০১৬
মৃত্যুর পরও সন্তানের জন্ম দিলেন মা!

ঢাকা: মা মারা গেছেন সড়ক দুর্ঘটনায়। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেছে ওই মায়ের পেটে থাকা শিশু সন্তান।

 

সম্প্রতি বিশ্ব সংবাদমাধ্যমে আলোড়ন সৃষ্টি করা এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের কেপ জিরাদে শহরের একটি হাসপাতালে।

মঙ্গলবার (১৭ মে) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

খবরে বলা হয়, সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যুর পর একজন মিশরীয় ডাক্তারের সহযোগিতায় রক্ষা পায় শিশুটির প্রাণ।

জানা যায়, শিশুটির বাবা মাট রাইডার, তার স্ত্রী সারাহ সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় গুরুতর আহত সারাহকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।  

যদিও ডাক্তারের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় বেঁচে যায় তার সন্তান। জন্মানোর সময় বাচ্চার ওজন ছিলো চার পাউন্ড।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা,মে ১৭, ২০১৬
আরএইচএস/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।