ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

ইকুয়েডরে ৬.৭ মাত্রার ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, মে ১৮, ২০১৬
ইকুয়েডরে ৬.৭ মাত্রার ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নেই

ঢাকা: ইকুয়েডরে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া। ভূমিকম্পের কিছুক্ষণ পর এক টুইট বার্তায় তিনি এ তথ্য জানান।

বুধবার (১৮ মে) বাংলাদেশ সময় দুপুর ১টা ৫৭ মিনিটে (স্থানীয় সময় মঙ্গলবার রাত ১টা ৫৭ মিনিটে)  শক্তিশালী ওই ভূমিকম্পে কেঁপে ওঠে ইকুয়েডর। তবে এতে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

আরও পড়ুন- ৬.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ইকুয়েডর

ভূমিকম্পের পরপরই ইন্টারনেটে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই আতঙ্কে বাসা ছেড়ে রাস্তায় নেমে আসেন স্থানীয়রা।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটি দেশটির প্রপোসিয়া থেকে ৫৭ কিলোমিটার দক্ষিণে আঘাত হানে। যার উৎপত্তিস্থল ছিলো ভূপৃষ্ঠ থেকে ৬৪ দশমিক ৪ কিলোমিটার গভীরে।

এর আগে গত ১৬ এপ্রিল দেশটিতে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে প্রায় ৬৫৯ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৫৫৩, মে ১৮, ২০১৬
আরএইচএস/টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।