ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে ‘গণগ্রেফতার’ চালাচ্ছে হুথিরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫১, মে ১৮, ২০১৬
ইয়েমেনে ‘গণগ্রেফতার’ চালাচ্ছে হুথিরা ছবি: সংগৃহীত

ঢাকা: ইয়েমেনে বিরোধীদের দমনে ‘গণগ্রেফতার’ চালাচ্ছে হুথি বিদ্রোহীরা। অস্ত্রের মুখে বিরোধী শিবিরের লোকদের ধরে নিয়ে ‘বন্দিশালায়’ পুরছে তারা।

এদের কাউকে কাউকে ব্যাপক নির্যাতনও করছে।

 

এই দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বুধবার (১৮ মে) এ বিষয়ে সংবাদ করে বিশ্ব সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, অ্যামনেস্টি সাম্প্রতিক ৬০টি ঘটনা পর্যবেক্ষণ করে জানাচ্ছে বিদ্রোহীরা গণহারে গ্রেফতার ও তাদের সৈন্যবাহিনী অপহরণের ঘটনাও ঘটাচ্ছে। গণগ্রেফতারে শিকার লোকদের মধ্যে বিরোধী রাজনীতিবিদ ছাড়াও রয়েছেন সাংবাদিক, শিক্ষাবিদ এবং অধিকারকর্মীরা।
 
রাজধানী সানা দখলের পর সরকারি বাহিনী ও সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের বিরুদ্ধে লড়াই করছে হুথিরা। দু’পক্ষের সহিংসতায় ২০১৫ সালের মার্চ থেকে এ পর্যন্ত ৬ হাজার ২০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মে ১৮, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।