ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভোটগণনা চলছে। বৃহস্পতিবার (১৯ মে) স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগণনা শুরুর পর ইতোমধ্যে বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসা শুরু হয়েছে।
দক্ষিণ ভারতের রাজ্য কেরালায় ১৪০টি আসনের মধ্যে ৪৪টি আসনের ফলাফল পাওয়া গেছে। সবশেষ তথ্যানুযায়ী, রাজ্যটিতে এগিয়ে রয়েছে ভি এস অচ্যুতানন্দন-পিনারাইয়ের সিপিএম নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ)।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, প্রাপ্ত ৪৪টি আসনের মধ্যে ২৬টি আসন নিয়ে এগিয়ে রয়েছে এলডিএফ। ১৪টি আসন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিএফ)। দু’টি করে আসন পেয়েছে বিজেপি ও অন্যরা।
সোমবার (১৬ মে) কেরালার ১৪০টি আসনের ভোটগ্রহণ হয়। এরপর বিভিন্ন গবেষণা সংস্থার চালানো বুথফেতর জরিপে এবার বামপন্থিরা ক্ষমতায় আসার ইঙ্গিত দেওয়া হয়।
**পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে
বাংলাদেশ সময়: ০৯০৮ ঘণ্টা, মে ১৯, ২০১৬
জেডএস