ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

আসামে সুবাস ছড়াচ্ছে পদ্ম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৭, মে ১৯, ২০১৬
আসামে সুবাস ছড়াচ্ছে পদ্ম

ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভোটগণনা চলছে। বৃহস্পতিবার (১৯ মে) স্থানীয় সময় সকাল ৮টায় ( বাংলাদেশ সময়) ভোটগণনা শুরুর পর ইতোমধ্যে বিভিন্ন কেন্দ্রের ফল প্রকাশ করা হয়েছে।

আসাম রাজ্যের ১২৬ আসনের মধ্যে ১১৪ টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। সবশেষ তথ্যানুযায়ী, রাজ্যটিতে পদ্মফুল প্রতীকের বিজেপি ৭৩টি আসনে এগিয়ে রয়েছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস (আইএনসি) ২৪টি এবং এআইইউডিএফ এগিয়ে রয়েছে ১৪টি আসনে। অন্যান্য দল পেয়েছে ৫টি আসন।

গত ৪ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত পর্যায়ক্রমে পাঁচটি রাজ্যের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাজ্যগুলো হলো- পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালা রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল পুরুচেড়ি।

এসব রাজ্যের ফলকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, মে ১৯, ২০১৬/আপডেট: ১০০৩ ঘণ্টা

টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।