ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে পোশাক কারখানায় আগুনে নিহত ২, আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, মে ২১, ২০১৬
চীনে পোশাক কারখানায় আগুনে নিহত ২, আহত ৪ ছবি: সংগৃহীত

ঢাকা: চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও চারজন।

 

শনিবার (২১ মে) দুপুর দেড়টার দিকে হেনানের রাজধানী শহর ঝেংঝৌর ওই কারখানাটিতে এ অগ্নিকাণ্ড হয়। তবে বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র জানান, ছয়তলা ভবনের কারখানাটির একেবারে ওপর তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর তা মুহূর্তেই অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে। প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।

অগ্নিকাণ্ডের পর কারখানা থেকে দুইটি দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। চারজনকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মে ২১, ২০১৬
এইচএ/

**চীনে পোশাক কারখানায় বিস্ফোরণ, নিহত ১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।