ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে তালেবান দমনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০৯, মে ২২, ২০১৬
আফগানিস্তানে তালেবান দমনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা ফাইল ফটো

ঢাকা: আফগানিস্তানের তালেবান বাহিনী দমনে চালকবিহীন বিমান (ড্রোন) হামলা করছে যুক্তরাষ্ট্র। এই হামলার উদ্দেশ্য তাদের শীর্ষ নেতা মোল্লা আখতার মনসুরকে দমন।

শনিবার (২১ মে) বাংলাদেশ সময় দিনগত রাতে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদফতর-পেন্টাগনের মুখপাত্র পিটার কুক এ কথা জানান। তিনি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিজেই এই ড্রোন হামলার অনুমোদন দিয়েছেন।

পিটার জানান, আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের প্রত্যন্ত এলাকায় তালেবান বাহিনী অবস্থান করছে। তাদের অবস্থান নিশ্চিত হওয়া গেছে। ফলে হামলা চলবে।

পরবর্তীতে এর ফলাফল সম্পর্কে আরও কিছু তথ্য প্রকাশ করা যাবে বলেও জানান পিটার।

বাংলাদেশ সময়: ০৩০৬ ঘণ্টা, মে ২২, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।