ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় যেতে ভারতের মানা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪০, মে ২৪, ২০১৬
লিবিয়ায় যেতে ভারতের মানা

ঢাকা: ভারতীয় নাগরিকদের যুদ্ধবিধ্বস্ত লিবিয়া ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।

মঙ্গলবার (২৪ মে) ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমগুলো জানায়, আগামী ৩ মে থেকে ভারতীয় নাগরিকদের লিবিয়া ভ্রমণে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

লিবিয়ার বর্তমান পরিস্থিতির কারণে ভারতের নাগরিকদের নিরাপত্তার বিষয় আমলে নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।  

সম্প্রতি বাংলাদেশ সরকারও লিবিয়ার পরিস্থিতি ‘অস্বাভাবিক’ বিবেচনায় এনে সেখানে ভ্রমণে নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করে।

২০১১ সালে লিবিয়ায় ‘স্বৈরশাসক’ মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে দেশটিতে যুদ্ধ লেগেই আছে। এসব যুদ্ধে অংশ নিচ্ছে বিদ্রোহীদের বিভিন্ন গ্রুপ। আর সেসঙ্গে দেশটির বেশ কিছু অংশ দখল করে রয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, মে ২৪, ২০১৬
আরএইচএস/জেডএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।