ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

৫ ভারতীয়কে জীবন্ত কবর দেওয়ায় ৩ সৌদিকে মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, মে ২৪, ২০১৬
 ৫ ভারতীয়কে জীবন্ত কবর দেওয়ায় ৩ সৌদিকে মৃত্যুদণ্ড

ঢাকা: পাঁচ ভারতীয় শ্রমিককে অত্যাচারের পর জীবন্ত কবর দেওয়ায় তিন সৌদি নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরবের একটি আদালত।

মঙ্গলবার (২৪ মে) এ তথ্য জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

জানা যায়, ২০১০ সালে দেশটির আল কাতিফের সাফায় অবস্থিত একটি ফার্মে এ হত্যার ঘটনা ঘটে। পরবর্তীতে ফার্মটি অপর একজন সৌদি নাগরিক ভাড়া নেয়। এ সময় ফার্মে একটি যন্ত্র স্থাপন করতে গেলে ওই শ্রমিকদের মরদেহের কঙ্কাল বেড়িয়ে পরলে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনার তদন্ত করে এই হত্যাকাণ্ডের বিষয়টি উদঘাটন করে।

এ ঘটনায় প্রাথমিকভাবে ২৫ জনকে আসামি করে তদন্ত শুরু করে সৌদি আরবের পুলিশ। পরে তা কমিয়ে আটজনে নামিয়ে আনা হয়। এদের মধ্যে থেকে তিনজনকে দোষী সাব্যস্ত করে তাদের মৃত্যুদণ্ড দেয় দেশটির আদালত।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, মে ২৪, ২০১৬
আরএইচএস/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।