ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন রাষ্ট্রদূতকে পাকিস্তানের তলব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, মে ২৪, ২০১৬
মার্কিন রাষ্ট্রদূতকে পাকিস্তানের তলব

ঢাকা: সম্প্রতি মার্কিন ড্রোন (চালকবিহীন প্লেন) হামলায় তালেবান প্রধান নিহতের ঘটনায় ইসলামাবাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে পাকিস্তান।

মঙ্গলবার (২৪ মে) দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে  এ তথ্য জানা যায়।

গত ২১ মে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন ড্রোন হামলায় নিহত হন আফগান তালেবান নেতা মোল্লা আখতার মানসুর। এ ঘটনায় সোমবার (২৩ মে) পাকিস্তানে মার্কিন রাষ্ট্রদূত ডেভিড হ্যালিকে ডেকে প্রতিবাদ জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ডেভিড হ্যালিকে ডেকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী তারিক ফাতেমি এ ঘটনার প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছেন।

একই সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতকে বলা হয়েছে, ওই ড্রোন হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন। এটি জাতিসংঘ সনদ অনুযায়ী আন্তর্জাতিক বিধি বিধানেরও লঙ্ঘন।

পাকিস্তানের ভূখণ্ডে ড্রোন হামলার মতো পদক্ষেপের নেতিবাচক প্রভাবের বিষয়টিও রাষ্ট্রদূতকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ২০২৭ ঘণ্টা, মে ২৪, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।