ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

থ্রিডি প্রিন্ট‍ারে অফিস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, মে ২৫, ২০১৬
থ্রিডি প্রিন্ট‍ারে অফিস ছবি: সংগৃহিত

ঢাকা: একটি অফিস ভবন তৈরি করতে কী প্রয়োজন? এ প্রশ্নের উত্তরে প্রথমেই মাথায় আসবে রড, সিমেন্ট, শ্রমিক আর মাস ছয়েক সময়।

কিন্তু সেই ভবন যদি ১৭ দিনের মধ্যে তাও আবার প্রিন্টার দিয়ে প্রিন্ট করা হয়, তাহলে? পাঠক বলছিলাম-থ্রিডি প্রিন্টারের কথা।

বর্তমান সময়ে বেশ জনপ্রিয় একটি নাম। কিছুদিন আগেও এই থ্রিডি প্রিন্টারের কর্মযজ্ঞ কেবল শিশুদের খেলনা বানানোর মধ্যেই সীমাবদ্ধ ছিলো।

কিন্তু বর্তমানে এ প্রিন্টার দিয়ে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গপ্রতঙ্গসহ ঘরের আসবাবপত্র তৈরিতেও ব্যবহার করা হচ্ছে। তবে কী ভবন নির্মাণ!

অবাক করার বিষয় হচ্ছে- এই থ্রিডি প্রিন্টার দিয়ে এবার আস্ত একটি অফিস বানানো হয়েছে। আর তা ঘটছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।
সেখানে ২০ ফুট উঁচু, ১২০ ফুট লম্বা ও ৪০ ফুট প্রশস্তের একটি অফিস বানিয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ এমনই অফিস বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বিশ্বকে। থ্রিডি প্রিন্টেড এ অফিসটি দুবাই ফিউচার ফাউন্ডেশনের সাময়িক কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, অফিসটির কাঠামোগুলো থ্রিডি প্রিন্টার দিয়ে প্রিন্ট হতে ১৭দিন সময় লেগেছে। আর তা স্থাপন করতে সময় লেগেছে দুই দিন। আর এই প্রিন্টিংয়ের সময় মনিটরিং করতে জনবল লেগেছে মাত্র একজন।

পরে ওই কাঠামোগুলো কেটে এবং যুক্ত করে খুবই কম সময়ে তৈরি করা হয়েছে এ থ্রিডি প্রিন্টেড অফিস।

বিশ্বে প্রথমবারের মতো তৈরি এ অফিস থ্রিডি প্রিন্টিং সম্পর্কে মানুষকে ভিন্ন ধারণা দেবে বলে আশাবাদ ব্যক্ত করছেন শেখ মোহাম্মদ।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, মে ২৪, ২০১৬
আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।