ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তরাখণ্ডে বাস খাদে পড়ে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩১, মে ২৫, ২০১৬
উত্তরাখণ্ডে বাস খাদে পড়ে নিহত ৮

ঢাকা: ভারতের উত্তরাখণ্ড রাজ্যের আলমোড়া জেলায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে আটজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২০ জন।

বুধবার (২৫ মে) জেলার চড়ুইঘাঁটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রাখেশ জোশি জানান, বাসটি জেলার মাসি এলাকা থেকে নাইনিতাল জেলার রামনগরের উদ্দেশে যাচ্ছিলো। চড়ুইঘাঁটি এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি পাশের খাদে পড়ে দুর্ঘটনাটি ঘটে।

আহতদের উদ্ধার করে পিএইচসি ভেতরখান ও রানিখেত সিভিল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ২৫, ২০১৬
আরএইচএস/টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।