ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

‘হিরোশিমার দুঃসহ স্মৃতি ম্লান হওয়ার নয়’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৬, মে ২৭, ২০১৬
‘হিরোশিমার দুঃসহ স্মৃতি ম্লান হওয়ার নয়’ ছবি: সংগৃহীত।

ঢাকা: জাপানের হিরোশিমা পরিদর্শনে গিয়ে কাঁদলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রশক্তির পক্ষে যুক্তরাষ্ট্র হিরোশিমায় পারমানবিক বোমা নিক্ষেপ করে।

এতে প্রায় এক লাখ ৪০ হাজার মানুষ নিহত হয়।

শুক্রবার (২৭ মে) হিরোশিমায় ‘পিস মেমোরিয়াল পার্ক’ পরিদর্শনে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ওবামা। এরপর পিস মেমোরিয়াল মিউজিয়ামে যান তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিন জো অ্যাবে।

মি. ওবামা বলেন, ‘১৯৪৫ সালের ৬ আগস্টের দুঃসহ স্মৃতি ম্লান হওয়ার নয়। তবে বিশ্বের প্রথম এই পারমানবিক বোমা আক্রমনের জন্যে যুক্তরাষ্ট্র ক্ষমা চাইবে না। ’

এ সময় দেওয়া এক ভাষণে পারমানবিক অস্ত্রহীন একটি ভবিষ্যত বিশ্ব গড়ার অঙ্গীকার করেন মার্কিন প্রেসিডেন্ট।

অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশগুলোর সংগঠন দ্য গ্রুপ অব সেভেন (জি-৭) এর ‘আউটরিচ সম্মেলন’ উপলক্ষে বর্তমানে জাপান সফর করছেন ওবামা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোনো মার্কিন প্রেসিডেন্টর এটাই প্রথম জাপান সফর।

এর আগে ২৫ মে ভিয়েতনাম থেকে প্রেসিডেন্টকে বহনকারী ‘এয়ার ফোর্স ওয়ান’ প্লেনটি জাপানের নারিতা বিমানবন্দরে পৌঁছায়।

এদিকে মার্কিন প্রেসিডেন্টের জাপান সফরকে কেন্দ্র করে নানা আলোচনার সৃষ্টি হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের তিক্ততা ভুলে দিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার এটা একটা উল্লেখযোগ্য পদক্ষেপ হতে পারে। তাই উভয়ের উচিত পেছনে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলা।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, মে ২৭, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।