ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

কয়েক দফায় নৌকাডুবি, ৭শ’র বেশি প্রাণহানির আশঙ্কা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১২, মে ২৯, ২০১৬
কয়েক দফায় নৌকাডুবি, ৭শ’র বেশি প্রাণহানির আশঙ্কা 

ঢাকা: ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে গত তিনদিনে বেশ কয়েকটি অভিবাসীবোঝাই নৌকাডুবির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণহানির সংখ্যা সাতশ’ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (২৯ মে) জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

বুধবার (২৫ মে) থেকে শুক্রবার (২৭ মে) পর্যন্ত এ নৌকাডুবির ঘটনাগুলো ঘটে।  

সংস্থাটির ইউরোপীয় মুখপাত্র উইলিয়াম স্পিন্ডার জানান, এদের মধ্যে বুধবারের নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হন প্রায় ১০০ জন, বৃহস্পতিবারের ঘটনায় প্রায় ৫৫০ জন।  

শুক্রবারের নৌকা ডুবির ঘটনায় নিখোঁজের সংখ্যা জানা যায়নি। তবে ডুবে যাওয়া নৌকা থেকে ১৩৫ জীবিত অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। এছাড়া ওইদিন ৪৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে উদ্ধার অভিবাসীদের ইতালির টরেন্টো ও পোজ্জালোতে রাখা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মে ২৯, ২০১৬
আরএইচএস/জেডএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।