ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে সড়ক দুর্ঘটনায় ৬ শিশুসহ নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৮, জুন ৬, ২০১৬
তুরস্কে সড়ক দুর্ঘটনায় ৬ শিশুসহ নিহত ১৪

ঢাকা: তুরস্কের দক্ষিণাঞ্চলীয় ওসমানিয়া-কোজান মহাসড়কের সিভদেটি নামক স্থানে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ায় প্রাণ হারিয়েছে এর ১৪ আরোহী।  এছাড়া আহত হয়েছেন ২৬ জন।

নিহতদের মধ্যে ছয় জনই শিশু।
 
রোববার ( ০৫ জুন) এ দুর্ঘটনা ঘটে বলে সোমবার (০৬ জুন) দেশটির স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওসমানিয়ার গভর্নর কেরাম আল।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, জুন ০৬, ২০১৬
আরএইচএস/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।