ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

আলেপ্পোয় বিমান হামলায় নিহত ৫৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জুন ৬, ২০১৬
আলেপ্পোয় বিমান হামলায় নিহত ৫৩ ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ার আলেপ্পো শহরে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছে। এদের মধ্যে বেশ কিছু নারী ও শিশু রয়েছেন।

আহত হয়েছেন আরও অর্ধশত মানুষ।

 

আলেপ্পোর আল-কাত্রিজি উপকণ্ঠের একটি এলাকায় এ হামলা চালানো হয়। ‍যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা এসওএইচআর’র রোববার (৫ জুন) এ খবর দিয়েছে।

সোমবার (৬ জুন) এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, রাক্কা প্রদেশে আগ্রাসনের মধ্যে আল-কাত্রিজি এলাকায় সরকারি বিমান বাহিনী বিস্ফোরক ও ছররা ভর্তি কয়েক ডজন সিলিন্ডার ও ব্যারেল বোমা নিক্ষেপ করে। এতে ৫৩ জনের প্রাণহানি হয়। আহত হয় আরও বেশ কিছু মানুষ।

এর আগে শহরের সরকারি বাহিনী নিয়ন্ত্রিত এলাকায় বিদ্রোহীদের মর্টারের গোলায় নিহত হয় ৮ জন।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জুন ০৬, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।