ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

তেল-আবিবে রেস্টুরেন্টে গুলি, নিহতের সংখ্যা বেড়ে ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৫ ঘণ্টা, জুন ৯, ২০১৬
তেল-আবিবে রেস্টুরেন্টে গুলি, নিহতের সংখ্যা বেড়ে ৪ ছবি: সংগৃহীত

ঢাকা: ইসরায়েলের তেল-আবিব শহরের একটি মার্কেটের রেস্টুরেন্টে অস্ত্রধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩ জন হয়েছে।

বুধবার (০৮) রাতে তেল-আবিবেরে স্যারোনা শহরের একটি ক্যাফেতে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনাস্থল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দেশটির সেনাবাহিনীর প্রধান সদর দফতরের কাছাকাছি।

গুলিতে অন্তত ৫ জন আহত হয়েছে। তাদের কাছের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে, হামলাকারী দুই বন্দুকধারী ‍আটক হয়েছে। এদের একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ইসরায়েলের পুলিশের দাবি, হামলাকারী দুইজন ফিলিস্তিনের নাগরিক। তারা পশ্চিম তীরের হেবরন শহরের ইত্তা গ্রাম থেকে এসে এ হামলা করেছে।

বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, জুন ০৯, ২০১৬
এসআর

**
তেল-আবিবে মার্কেটে গুলিতে নিহত ২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।