ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

বিহারে ২০০ নীলগাইকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৮, জুন ৯, ২০১৬
বিহারে ২০০ নীলগাইকে গুলি করে হত্যা ছবি: সংগৃহীত

ঢাকা: একটি-দুটি নয়, অন্তত ২০০ নীলগাইকে গুলি করে হত্যা করা হয়েছে ভারতের বিহারে।

কেবল মাত্র ফসলের ক্ষতির অভিযোগ এনে বিরল প্রজাতির এই প্রাণীকে বন্দুক দিয়ে গুলি করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ জুন) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানান। এতে বলা হয়েছে, চলতি সপ্তাহের গত ছয় দিনে এই নীলগাইগুলোকে হত্যা করা হয়েছে।

এ ঘটনা সামনে আসার পর সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহল থেকে। প্রাণী অধিকার সংগঠনগুলো বলছে, এভাবে কোনো প্রাণকে হত্যার অধিকার রাজ্য সরকারের নেই।

কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গাঁধী বলেছেন, মানুষের বেঁচে থাকার লড়াইয়ে বিপন্ন প্রজাতির এই প্রাণীগুলোকেই জীবন উৎসর্গ করতে হলো!

এতোগুলো নীলগাই হত্যার পরও অনুতপ্ত নন বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন, বিহার জনতা দলের নীরজ কুমার। মূলত তার কর্মকাণ্ডেই প্রশিক্ষণপ্রাপ্ত বন্দুকধারী আনা হয় এবং এতোগুলো প্রাণীকে মারা হয়।

তবুও নীরজ কুমার বলেছেন, বছরের পর বছর ধরে এই নীলগাইয়ের জন্যই ফসলের ক্ষতি হচ্ছিল। তাই কাজটি জরুরি ছিল।

নীলগাই ভারতীয় উপমহাদেশে অ্যান্টিলোপ জাতীয় প্রাণীর মধ্যে সবচেয়ে বড়। এটি এখন বিলুপ্তির পর্যায়ে রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জুন ০৯, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।