ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৪ বছর পর সিমলা বিমানবন্দরে প্লেন ওঠানামা শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, জুন ১০, ২০১৬
৪ বছর পর সিমলা বিমানবন্দরে প্লেন ওঠানামা শুরু

ঢাকা: আর্থিক সংকট ও বিভিন্ন কারণে বন্ধ হয়ে যাওয়া সিমলার জুব্বারাত্তি বিমানবন্দরে প্লেন ওঠানামা শুরু হয়েছে। সিমলা থেকে হিমাচল প্রদেশের গাগ্গাল বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার মাধ্যমে চার বছর পর বিমানবন্দরটি ফের পথচলা শুরু হলো।

হিমাচল আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার সুধির শর্মা শুক্রবার (১০ জুন) সিমলা-গাগ্গাল রুটে চালু হওয়া এ ফ্লাইটের উদ্বোধন করেন। এসময় ৯ আসনের চাটার্ড প্লেনের যাত্রী হন তিনি।

জানা যায়, বিমানবন্দরটি থেকে দিল্লি, চন্ডিগড়, কাংগ্রা ও কুল্লুতে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করা হবে।

২০১২ সালের সেপ্টেম্বরে বিমানবন্দরটির অপারেশন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুন ১০, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।