ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন হামলায় আইএসের প্রধান বাগদাদী আহত!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, জুন ১০, ২০১৬
মার্কিন হামলায় আইএসের প্রধান বাগদাদী আহত! আবু বকর আল-বাগদাদী / ছবি: সংগৃহীত

ঢাকা:  যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর হামলায় ইরাক ও সিরিয়া অঞ্চলের জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদী আহত হয়েছেন বলে খবর ছড়িয়েছে।

খবরে বলা হচ্ছে, ইরাক-সিরিয়া সীমান্তে আইএসবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের কমান্ড হেডকোয়ার্টার সংলগ্ন এলাকায় চালানো হামলায় আহত হয়েছেন তিনি।

ইরাকি সংবাদ চ্যানেল আল সুমারিয়া টিভি এ খবর দিয়েছে। তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম শুক্রবার (১০ জুন) রাতে এ খবর প্রচার করছে।

আল সুমারিয়া টিভি বলছে, বাগদাদী ও তার সহযোগী নেতারা বৃহস্পতিবার (৯ জুন) মার্কিন বাহিনীর বোমা হামলায় আহত হয়েছেন। বিমান বাহিনী আইএসের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালালে আহত হন তারা। আইএসের এই নেতারা সেখানে একটি বৈঠকে মিলিত হয়েছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতেই এ হামলা চালানো হয় বলে সামরিক জোটের সূত্রের বরাত দিয়ে জানায় আল সুমারিয়া টিভি।

এ বিষয়ে আইএস বা বাগদাদীর মুখপাত্রের তরফ থেকে কিছু বলা হয়নি। তবে এর আগেও এ ধরনের খবর ছড়িয়েছিল। এমনকি বাগদাদী নিহত হয়েছেন বলেও খবর দেয় অনেক সংবাদমাধ্যম। শেষ পর্যন্ত সেসব খবর অসত্য প্রমাণ হয়।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, জুন ১০, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।