ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

নিরাপদ সাইক্লিংয়ের আহ্বানে নগ্ন শোভাযাত্রা

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৪, জুন ১০, ২০১৬
নিরাপদ সাইক্লিংয়ের আহ্বানে নগ্ন শোভাযাত্রা

ঢাকা: যুক্তরাজ্যের ব্রিস্টলে নগ্ন সাইকেল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সাইক্লিংয়ের আহ্বানে এই প্রতিযোগিতায় অংশ নেন শতাধিক সাইকেল চালক।

 

শুক্রবার (১০ জুন) ব্রিস্টলের স্টোকস ক্রফট সড়কে সপ্তমবারের মতো এই আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় সাইকেল শোভাযাত্রা ১০ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে।

 

আয়োজক সংস্থার সমন্বয়ক ইউল ব্রায়সন বলেছেন, মূলত সড়কে সাইকেলের জন্য নিরাপদ রুট তৈরির জন্য তাদের এই আয়োজন। এটি শুধু একটি প্রতিযোগিতাই নয়, সচেতনতামূলক বার্তাও আছে এই কাজে। আমরা আশা করছি, যার মধ্য দিয়ে সাইকেল চালকদের জন্য দুর্ঘটনা কমে আসবে।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, জুন ১০, ২০১৬
আইএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।