ঢাকা, রবিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

দামেস্কে পৃথক বোমা হামলায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৯, জুন ১১, ২০১৬
দামেস্কে পৃথক বোমা হামলায় নিহত ৮

ঢাকা: সিরিয়ার রাজধানী দামেস্কে পৃথক বোমা হামলায় আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

শনিবার (১১ জুন) সকালে দামেস্কের সাইদা যায়নাব এলাকা এবং আল দিয়াবিয়া শহরে এ দু’টি হামলার ঘটনা ঘটে।  

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় একটি সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমটি জানায়, প্রথম বোমা হামলাটি ছিলো আত্মঘাতী। এতে অন্তর দুইজন নিহত হন। পরের বিস্ফোরণটি আল দিয়াবিয়া শহরের আলতিন সড়কের একটি গাড়িতে হয়। এতে নিহত হন অন্তত ছয়জন।

তাৎক্ষণিকভাবে হামলা দু’টির কেউ দায় স্বীকার করেনি। তবে জঙ্গি সংগঠন আইএস এই হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জুন ১১, ২০১৬
আরএইচএস/টিআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ