ঢাকা, রবিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্ক ও মার্কিন জোটের হামলায় ৩১ আইএস জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৯, জুন ১১, ২০১৬
তুরস্ক ও মার্কিন জোটের হামলায় ৩১ আইএস জঙ্গি নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ও তুরস্কের সেনাবাহিনীর হামলায় সিরিয়ার জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ৩১ সদস্য নিহত হয়েছেন। এরমধ্যে পশ্চিমা জোটের বিমান হামলায় প্রাণ গেছে কিছু জঙ্গির, আর কিছুর প্রাণ গেছে তুরস্কের সেনাবাহিনীর আর্টিলারির গোলার ‍আঘাতে।

 

কবে এই হামলা চালানো হয়েছে তা নিশ্চিত বলা না হলেও খবরটি শনিবারই (১১ জুন) দিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যম বলছে, সিরিয়ার উত্তরাঞ্চলের আইএসের ৩৩ স্থাপনা লক্ষ্য করে আর্টিলারি গোলা ছুড়েছে তুর্কি সেনাবাহিনী। আর আলেপ্পোর উত্তরাঞ্চলের দু’টি এলাকায় নয়টি হামলা চালিয়েছে পশ্চিমা জোট।

তুরস্কের সেনাবাহিনী দাবি করছে, জঙ্গিরা তাদের ভূখণ্ডে হামলার প্রস্তুতি নিতে থাকলে খবর পেয়ে আর্টিলারির গোলা ছুড়ে তাদের হটিয়ে দেওয়া হয়। আর পশ্চিমা জোট হামলা চালায় তাদের দমনাভিযানের অংশ হিসেবে।

চলতি বছরের শুরুতে আইএসের মর্টারের গোলার আঘাতে তুরস্কে ২০ জনের প্রাণহানি হয়। তারপর থেকে সীমান্তে কড়া প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েছে আঙ্কারা।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, জুন ১১, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ