ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডে তরল দুধ পান করে অসুস্থ ৩৪ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
থাইল্যান্ডে তরল দুধ পান করে অসুস্থ ৩৪ শিক্ষার্থী

ঢাকা: থাইল্যান্ডের মুয়াং জেলায় অবস্থিত একটি বিদ্যালয়ে বিতরণকৃত তরল দুধ পান করে ৩৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে সাতজনকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (১৩ জুন) সকালে থাইল্যান্ডের বান নং রাংকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

পরে অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ২৭ জনকে স্থানীয় থ্যাপারেট হাসপাতালে এবং সাতজনকে মাদার অ্যান্ড চিলড্রেন হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় বিদ্যালয়টির পরিচালক ছারন স্রিসানপাং জানান, প্রতিদিন ইউরানারি টেকনোলজি ইউনিভার্সিটি থেকে শিক্ষার্থীদের এ দুধগুলো এসে থাকে।

তিনি আরও জানান, দুধের প্যাকেটের উপর মেয়াদের সময় থাকলেও দুধগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
আরএইচএস/আরআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।