ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্প সম্পর্কে নেতিবাচক মনোভাব ৭০ শতাংশ মার্কিনির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
ট্রাম্প সম্পর্কে নেতিবাচক মনোভাব ৭০ শতাংশ মার্কিনির

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে পরিচালিত সর্বশেষ এক জনমত জরিপে দেখা গেছে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন ৭০ শতাংশ মার্কিনি।

মঙ্গলবার (১৪ জুন) প্রকাশিত এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্ট পরিচালিত এক জনমত জরিপে এ তথ্য পাওয়া গেছে।

মার্কিন প্রাপ্তবয়স্কদের ওপর চালানো যৌথ জরিপে দেখা গেছে ট্রাম্প সম্পর্কে ভালো ধারণা পোষণ করেন মাত্র ২৯ শতাংশ মার্কিনি।

গত গ্রীষ্মে নিজেকে প্রার্থী ঘোষণার পর ট্রাম্প সম্পর্কে নেতিবাচক ধারণার এ হার সর্বোচ্চ। এদের মধ্যে ৫৬ শতাংশ মার্কিনি ট্রাম্প সম্পর্কে ঘোরতর নেতিবাচক ধারণা পোষণ করেন।

অন্যদিকে, ট্রাম্প্রের প্রতিদ্বন্দ্বী প্রথম মার্কিন নারী প্রেসিডেন্ট প্রার্থী ডেমোক্রেট দলের হিলারি ক্লিনটন সম্পর্কে নেতিবাচক মনোভাব ৫৫ শতাংশ মার্কিনির। তবে তার প্রতি ইতিবাচক ধারণা রয়েছে ৪৩ শতাংশ মার্কিনির।

১৯৯২ সাল থেকে এ জরিপ শুরু হওয়ার পর হিলারি সম্পর্কে মার্কিনিদের নেতিবাচক মনোভাবের এটিই সর্বোচ্চ মাত্রা।

চলতি মাসের ৮ থেকে ১২ জুন এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্ট এক হাজার প্রাপ্তবয়স্ক ‍মার্কিনির ওপর এ জরিপ চালায়।
বাংলাদেশ সময়: ০১৩৮ ঘণ্টা, জুন ১৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।